প্রতিবর্তি ক্রিয়া (  Reflex Action)  কাকে বলে? 



মস্তিষ্কের নিয়ন্ত্রন ছাড়াই সংগ্রাহক অঙ্গ থেকে সংবেদী উদ্দীপনা অন্তরবাহী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের মেরুরজ্জুর গ্রেম্যাটার অংশে পৌছে ক্রিয়া স্থলে উদ্দীপনায় রুপান্তরিত হয়ে বহির্বাহী স্নায়ুর মাধ্যমে সতঃস্ফুর্ত ও অনৈচ্ছিক আচরনের বহিঃপ্রকাশ ঘটায় তাকে প্রতিবর্তি ক্রিয়া বলে। 

Receptor→ Sensory Nerve →Spinal Cord → Motor  Nerve → Effector 

সংগ্রাহক অঙ্গ → সংবেদী অঙ্গ বা নিউরন( অন্তরবাহী) → মেরুরজ্জুর গ্রেম্যাটার অংশ বা স্পাইনাল কর্ড → মটর নিউরন ( বহির্বাহী নিউরন) → কার্যকরী অঙ্গ বা ক্রিয়াস্থল। 

প্রতিবর্তি ক্রিয়ার প্রকার ভেদ :

প্রতিবর্তি ক্রিয়াকে ৩ ভাগে ভাগ করা যায়।  যথা : 

১. সহজাত প্রতিবর্তি ক্রিয়া  (  Unconditioned or inborn reflex action ). 

২. সাপেক্ষ বা অর্জিত প্রতিবর্তি ক্রিয়া  ( Consitional or acquired  reflex acrion ). 

৩. ক্রমিক প্রতিবর্তি ক্রিয়া ( Chain reflex action ) . 


আবার স্নায়ুসন্ধি বা সাইন্যাপস এর সংখ্যার উওর ভিত্তি করে প্রতিবর্তিক্রিয়াকে ৫ ভাগে ভাগ করা যায়।  

১. অসন্ধি প্রতিবর্তিক্রিয়া ( Asynaptic Reflex Action )  

২. একসন্ধি প্রতিবর্তিক্রিয়া  ( Monosynaptic Reflex Action)  

৩. দ্বিসন্ধি প্রতিবর্তিক্রিয়া ( Disynaptic Reflex Action)  

৪. বহুসন্ধি প্রতিবর্তিক্রিয়া ( Polysynaptic Reflex Action) . 

৫. যোগসন্ধি প্রতিবর্তিক্রিয়া ( Complex Reflex Action). 

 


Leave a Comment